হাতিয়ায় ট্রলার ডুবে ৪ জেলের মৃত্যু

  • নোয়াখালি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০১৭, ০২:৫৯ পিএম

নোয়াখালি: জেলার হাতিয়ায় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে চার জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চানন্দি ইউনিয়নের আদর্শগ্রাম জনতাবাজার নৌঘাট এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

হাতিয়া থানার ওসি আব্দুল মজিদ দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতে জনতাবাজার ঘাটে নোঙর করে ছয় জেলে নৌকায় ঘুমাচ্ছিলেন। গভীর রাতে ঝড় শুরু হলে পাশের একটি পন্টুনের সঙ্গে ধাক্কা খেয়ে নৌকাটির তলা ফেটে যায়। এ সময় দুই জেলে সাঁতরে তিরে উঠতে পারলেও বাকিরা আটকা পড়ে। ভোরে ডুবে যাওয়া নৌকার ভেতর থেকে চার জেলের লাশ উদ্ধার করে স্থানীয়রা। 

তিনি আরো বলেন, নিহত চার জেলের পরিচয় মিলেছে তারা হলেন আদর্শ গ্রামের ভুট্টুর ছেলে সম্পদ (১২), নজরুল ইসলামের ছেলে কামরুল (১৮), হেলাল উদ্দিনের ছেলে রাকিব (১৮) ও আবুল হোসেনের ছেলে রাশেদ (২৫)। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


সোনালীনিউজ/ঢাকা/এআই