তিন চাল ব্যবসায়ীকে জরিমানা

  • গাজীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০১৭, ০৯:০০ পিএম

গাজীপুর: দোকানে চাল কেনার রশিদ ও রেজিস্ট্রার খাতা দেখাতে না পারায় এবং চালের মূল্য তালিকা না টাঙানোয় তিন চাল ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া বাসস্ট্যান্ড বাজার ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করে।

জরিমানাপ্রাপ্তরা হলো- ওই বাজারের ইসমাইল এন্টারপ্রাইজের মালিক মো. আতাউর রহমান, আকরাম এন্টারপ্রাইজের মালকি মো. আকরাম হোসেন ও কাসেম স্টোরের মালিক মো. আবুল কাসেম।

গাজীপুর জেলা বাজার কর্মকর্তা মো. আব্দুস সালাম জানান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফ উদ্দিনরে নেতৃত্বে হোতাপাড়া বাসস্ট্যান্ড বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় দোকানে থাকা চাল কেনার রশিদ ও রেজিস্ট্রার খাতা দেখাতে না পারায় এবং দোকানে মূল্য তালিকা টাঙানো না থাকায় ওই তিন চাল ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় তিনিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম