রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠালো ইন্দোনেশিয়া

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০১৭, ১১:২২ এএম

ঢাকা: রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে ২০ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে ইন্দোনেশিয়া। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে ২টি সি-১৩০ পরিবহন বিমান ত্রাণসামগ্রী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দর অবতরণ করে।

এ ত্রাণ সামগ্রী আনলোড ও ডেসপাসে সহায়তা করছে বাংলাদেশ বিমান বাহিনী।

ত্রাণ কাজের সুবিধার্থে বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার মো. জাহাঙ্গীর হোসেনকে প্রধান সমন্বয়কারী করে একটি ত্রাণ ব্যবস্থাপনা কেন্দ্র গঠন করা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হকের সদস্যরা নিজস্ব যন্ত্রপাতি ব্যবহার করে সিভিল এভিয়েশনের সাথে সমন্বয়পূর্বক বিমান বন্দরে ত্রাণ সামগ্রী আনলোড এবং পরিবহনের কাজে সহায়তা করে যাচ্ছে।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে মাছ, বিস্কুট, চকলেট, নারকেল তেল, জেনারেটর, ফেমিলি কিট, লুঙ্গি ইত্যাদি।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর থেকে বিভিন্ন দেশ থেকে রোহিঙ্গা শরণাথীদের জন্য ত্রাণ সামগ্রী আসতে থাকে। এ পর্যন্ত মোট ১৪টি বিমানযোগে সর্বমোট ২২৮.৭ টন ত্রাণ সামগ্রী চট্টগ্রামে এসে পৌঁছেছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন