বাংলাদেশ কারো মুখাপেক্ষী নয়: শিল্পমন্ত্রী

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৭, ০৯:১৫ এএম

ঝালকাঠি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশ আজ কারো মুখাপেক্ষী নয়। এ দেশের মানুষকে আজ আর না খেয়ে থাকতে হয় না। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ উন্নয়ন ও সমৃদ্ধির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যহত রাখতে তার হাতকে শক্তিশালী করতে হবে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নলছিটি উপজেলার কুশংগল ইউনিয়ন আ.লীগের নেতাকর্মিদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, সরকার ৫ লক্ষ রোহিঙ্গার ভরণ পোষনের দায়িত্ব গ্রহণ করে নজির স্থাপন করেছে। প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের দায়িত্ব নেয়ায় বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছেন। বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আগামি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্যও আহ্বান জানান শিল্পমন্ত্রী আমু।

নলছিটি উপজেলার কুশংগল ইউনিয়ন আ.লীগের নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভায় আমু

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আ. লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ্ পনির, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম, নলছিটি উপজেলা আ. লীগের সভাপতি পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মো. ইউনুস লস্কর, সহ-সভাপতি খন্দকার মুজিবর রহমান, সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, পৌর আ.লীগের সভাপতি ডা. এসকেন্দার আলী খান, সাধারণ সম্পাদক জনার্ধন দাস, জেলা পরিষদ সদস্য ওয়াহেদ কবির খান, নাছিমা আক্তার, কুশংগল ইউনিয়ন চেয়ারম্যান মো. আলমগীর হোসেন সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এআই