যাত্রীবাহী বাসে তল্লাশি, মাদকসহ তিন ব্যবসায়ী আটক

  • নাটোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০১৭, ০১:৩৭ পিএম

নাটোর: জেলার বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানা পুলিশের একটি দল দুইটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬১ বোতল ফেনসিডিলসহ দুইজনকে এবং ১৫০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মাঝগাঁও ইউপি কার্যলায় এলাকায় যানবাহনে তল্লাশি চালালে পুলিশ রাজশাহী থেকে ঢাকাগামী ফরাজি স্পেশাল পরিবহনের একটি বাস থেকে ফেনসিডিলসহ রাজশাহীর বাঘা উপজেলার চকরামপুর গ্রামের মৃত শফি বিশ্বাসের ছেলে মো. জামাল হোসেন (৩৮) এবং একই এলাকার মোতালেব মৃধার ছেলে মো. মজনু মৃধা (৪০) কে আটক করে।

এর আগে সকাল ১০টার দিকে রাজশাহী-সিরাজগঞ্জগামী এনি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ উপজেলার চন্ডিপুর গ্রামের কামাল হোসেনের ছেলে নবির হোসেন (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শামসুন নূর জানান, যানবাহনে নিয়মিত তল্লাশি অভিযানে পুলিশ মাদকসহ ওই তিনজকে আটক করে। আটককৃতদের বড়াইগ্রাম থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এবং এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর