গাজীপুরে বিল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

  • আলমগীর হোসেন, গাজীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৬, ২০১৭, ০২:৪৯ পিএম

গাজীপুর: জেলার মহানগরের টানকড্ডা এলাকায় বিল থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ অক্টোবর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা দুর্বৃত্তরা ২/৩ দিন আগে তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বিলের পানিতে ফেলে গেছে। নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে বয়স আনুমানিক ৩৫ বছর। পরনে ছাই রংয়ের ফুল প্যান্ট ও খয়েরী রংয়ের টি শার্ট রয়েছে।

জয়দেবপুর থানাধীন ভোগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জাকির হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বিলের পানিতে ওই যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ওই যুবকের মরদেহ উদ্ধার করে। লাশের গলায়, কপালে ও মুখে আঘাতে চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা দুই-তিন দিন আগে তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বিলের পানিতে ফেলে গেছে।

ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর