তিন মণ ইলিশ জব্দ, ৯ জেলেকে কারাদণ্ড

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২০, ২০১৭, ০৫:১১ পিএম

মুন্সীগঞ্জ: জেলার লৌহজং উপজেলায় অভিযান চালিয়ে ১২০ কেজি (৩ মণ) মা ইলিশ এবং ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

পদ্মা তীরবর্তী বিভিন্ন চর এলাকায় মা ইলিশ বিক্রি এবং পরিবহনে দায়ে এসময় ৯ জেলেকে আটক করে প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড দেয়া হয়।

শুক্রবার (২০ অক্টোবর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত বৈরি আবহাওয়ায় চলে এই অভিযান।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন জানান, শুক্রবার পদ্মা তীরবর্তী বিভিন্ন চর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৯ জেলেকে আটক করে প্রত্যেককে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে এবং ১২০ কেজি মা ইলিশ, ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

নদীর পাড়ে কারেন্ট জাল পুড়িয়ে বিনিষ্ট এবং জব্দকৃত মা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় বলেও জানান তিনি।

এসময় লৌহজং থানার ওসি আনিচুর রহমান উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এমএইচএম