উত্তর-দক্ষিণের সঙ্গে রেল চলাচল স্বাভাবিক

  • পাবনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৭, ১১:৫৬ এএম
ফাইল ছবি

পাবনা: চাটমোহরে রেললাইনের মাটি দেবে যাওয়ার সাড়ে চার ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিনবঙ্গের রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

প্রচণ্ড বৃষ্টির কারণে পাবনার চাটমোহরে রেললাইনের মাটি দেবে যাওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে আজ রোববার (২২ অক্টোবর) সকাল ৬টা থেকে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

চাটমোহর রেলস্টেশনের সহকারী ব্যবস্থাপক মো. জহুরুল ইসলাম জানান, পাবনার চাটমোহর গুয়াখরা রেলস্টেশনের মধ্যে ২১ নম্বর সেতুর কাছে প্রচণ্ড বৃষ্টির কারণে রেললাইনের মাটি দেবে যাওয়ায় সকাল ৬টা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে সঙ্গে সঙ্গে রেলপথের সংস্কারকাজ শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সোনালীনিউজ/ঢাকা/এআই