সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৭, ১০:৫১ এএম

চট্টগ্রাম: জেলার সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক যুবক। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার টেরিয়াইল বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটিয়া উপজেলার বাকখাইন গ্রামের আশুতোষ দাশের ছেলে বিদ্যুৎ কান্তি দাশ (৩০) ও চট্টগ্রাম নগরের ঘাটফরহাদবেগ এলাকার অশোক দাশের ছেলে অপু দাশ (২৯)।

এ ঘটনায় আহত হয়েছেন দিলীপ দাশের ছেলে বাপ্পি দাশ (৩০)। তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করে কুমিরা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওয়াসি আজাদ বলেন, ওই তিনজন মোটরসাইকেলে করে সীতাকুণ্ডের কোথাও যাচ্ছিলেন। রাত আড়াইটার দিকে তারা দুর্ঘটনার শিকার হন। নিহত বিদ্যুৎ ও অপুর মাথায় গুরুতর জখম দুর্ঘটনাস্থলেই মারা যান।


সোনালীনিউজ/ঢাকা/আকন