মুন্সীগঞ্জে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৭, ০৪:৫৮ পিএম

মুন্সীগঞ্জ: জেলার অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। লৌহজং উপজেলা ভিত্তিক এই পুরস্কার বিতরণ করা হয়। শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গুণীজন সম্মামনা দেওয়া হয়, রত্নগর্ভা মোসা. সামসুন্নাহার, বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক মোশারফ মনোয়ারা মাহবুব আলম, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম। সমাজ সেবক মো. ইদ্রিস আলী শেখ, শ্রেষ্ঠ মাতা সাহেদা বেগম, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হলুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়। এ সময় উপজেলার ১৮৬ কৃতি শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয়।

অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের লৌহজং কেন্দ্রের সভাপতি কবীর ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক ড. সফিক আহমেদ সিদ্দিক। বিশেষ অতিথি হিসাবে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, লৌহজং উপজেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গণি তালুকদা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন প্রমুখ। প্রধান বক্তা ছিলেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি নূহ-উল-আলম লেলীন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর