পাঁচ নৌপুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

  • ঝালকাঠি সংবাদদাতা | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৭, ০৪:২৫ পিএম

ঝালকাঠি : জেলায় পাঁচ নৌপুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাচির অভিযোগে ঝালকাঠি আদালতে সোমবার (২০ নভেম্বর) মামলা দায়ের করেছেন জেলে মন্নাফ খান। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ২৯ নভেম্বর আদেশের দিন ধার্য করেছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, বরিশালের বাখেরগঞ্জের নিয়ামতি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আতিকুর রহমানসহ বিবাদীরা জেলেদের কাছ থেকে সপ্তাহে ১ হাজার টাকা করে চাঁদা নিয়ে আসছিল। কোনো জেলে এ টাকা দিতে ব্যর্থ হলে তার জাল-নৌকা আটক রাখতো পুলিশ। পরে ৫ হাজার টাকা উৎকোচ দিলে জাল ও নৌকা ফেরত পেত।

পরবর্তীতে পুলিশ দেড় হাজার টাকা চাঁদার দাবি করলে জেলেরা তা দিতে অপারগতা প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হয়ে ১৫ নভেম্বর জেলে নুরুজামানকে মারধর, আটক ও তাদের ২ মণ মাছ ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজাপুরের ৫২ জেলের বিরুদ্ধে সরকারি কাজে বাধার অজুহাতে মিথ্যা মামলা দায়ের করেন নিয়ামতি ফাঁড়ির পুলিশ।

এর পরিপ্রেক্ষিতে জেলেরা নেয়ামতি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আতিকুর রহমান, এ এস আই মো. আফজাল হোসেন, নায়েক মো. রিয়াজুল হক, কনস্টেবল আলতাফ হোসেন, আনোয়ার হোসেন ও আলহাফ হোসেনের বিরুদ্ধে মামলা করেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর