ফুলবাড়ী সীমান্তে ভারতীয় মদ জব্দ

  • জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৭, ০৪:৪২ পিএম

কুড়িগ্রাম: জেলার ফুলবাড়ী নাঙডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫০ বোতল হ্যাপি গোল্ড মদ জব্দ করেছে। আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা। মাদক পাচার প্রতিরোধ অভিযানের উদ্দেশে মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার গজেরকুটি সীমান্তে লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড ব্যাটলিয়নের বালারহাট ক্যাম্পের কমান্ডার হাবিলদার রেজাউল করিমের নেতৃত্বে বিজিবির বিশেষ অভিযানে আন্তজার্তিক মেইন পিলার ৯৩৫ এর সাব পিলার ৬-এর পাশে মাদকগুলো জব্দ করে।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ার সময় দুই মাদক ব্যবসায়ীকে দেখে ফেলে বিজিবি। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে বিজিবি। মামলার আসামিরা হলেন গজেরকুটি গ্রামের মৃত সুরোত আলীর ছেলে আমজাদ হোসেন (৪২) ও খলিশাকোঠাল গ্রামের মহেন্দ্র নাথ ভেঁড়ার ছেলে বিষ্ণু চন্দ্র (৩৭)।

এ ব্যাপারে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধীনে শিমুলবাড়ী ক্যাম্পের কম্পানি কমান্ডার সুবেদার ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর