অপহরণের পর মুক্তিপণ আদায়, ৩ পুলিশ গ্রেপ্তার

  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৭, ১০:২৭ এএম

ব্রাহ্মণবাড়িয়া: জেলায় এক ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের এক কর্মকর্তাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান।

তিনি জানান, অপহৃত ব্যবসায়ী জাকির হোসেন বাদী হয়ে সদর থানার এএসআই রফিকুল ইসলাম, কনস্টেবল শরীফুল ইসলাম ও আখি আক্তারের বিরুদ্ধে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, গতকাল দুপুরে শহরের মসজিদ রোড এলাকায়, অপহরণকারী দলের সদস্য আখি অসুস্থতার কথা বলে ব্যবসায়ী জাকির হোসেনকে, তার কাজীপাড়ার বাসায় পৌঁছে দেয়ার অনুরোধ জানান।

সেই বাড়িতে আগে থেকে অবস্থান নেয়া পুলিশের দুই সদস্য, জাকিরের চোখ বেঁধে তার কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি তার পরিবারের কাছেও ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।

বিষয়টি পুলিশকে জানালে, আজ ভোরে অভিযান চালিয়ে ব্যবসায়ী জাকির হোসেনকে উদ্ধার এবং জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন