প্রধানমন্ত্রী ও হুইপকে হত্যার হুমকি, কথিত সেই ডন গ্রেপ্তার

  • মো. মোশারফ হোসেন, নকলা (শেরপুর) | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৩, ২০১৭, ০৬:৫৮ পিএম

শেরপুর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিককে শেরপুর থেকে ফেসবুকের মাধ্যমে হত্যা করার হুমকি দেওয়াসহ তাদের নিয়ে বাজে মন্তব্য করার অভিযোগে সুলতান (ছদ্ম নাম ডন) নামের এক কলেজ শিক্ষার্থীকে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত শিক্ষার্থী শেরপুর সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র এবং জেলার ঝিনাইগাতী উপজেলার জোলগাঁও গ্রামের জমির উদ্দিনের ছেলে।

ডিবি পুলিশের দেওয়া তথ্য মতে, চলতি বছরের জুন মাসে সুলতান ফেসবুকে ফেক আইডির মাধ্যমে আবুল মিয়া ডন নামে ভুয়া আইডি ও ঠিকানা ব্যবহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের হুইপ মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিককে হত্যার হুমকিসহ অশালীন ভাষায় কটুক্তি করে।

পরে বিষয়টি পুলিশের নজরে এলে গোয়েন্দা পুলিশের এসআই জুবায়ের খালিদ তার সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তি ব্যবহার করে গাজীপুরের কোণাবাড়ীর ডেলটা এলাকা থেকে সুলতানকে আটক করে বৃহস্পতিবার শেরপুরে নিয়ে আসে। তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর