কৃষক হত্যায় একজনের মৃত্যুদণ্ড

  • নেত্রকোণা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৩, ২০১৭, ০৭:০৯ পিএম
প্রতীকী ছবি

নেত্রকোণা: জমি বিরোধের জেরে জেলার আটপাড়া উপজেলার গণেশ হাওরে আবুল মনসুর নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগে একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে নেত্রকোণার জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান এ রায় ঘোষণা করেন। এসময় আদালতে উপস্থিত ছিলেন আসামি।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম রুবেল মিয়া (২৭)। তিনি উপজেলার মোগলহাট্টা গ্রামের মো. হেরিমের ছেলে।

আদালতের ভারপ্রাপ্ত পিপি সাইফুল ইসলাম প্রদীপ জানান, জমি বিরোধের জেরে ২০১২ সালের ৮ অক্টোবর উপজেলার মোগলহাট্টা গ্রামের গণেশ হাওরে কৃষক আবুল মনসুরকে কুপিয়ে হত্যা করা হয়। এরপর ১০ অক্টোবর নিহতের বাবা সিদ্দিক মিয়া বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি মামলা করেন। ২০১৩ সালের ২১ মে রুবেলকে দায়ী করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

তিনি আরো জানান, জমি বিরোধের জেরে রুবেল মিয়ার সঙ্গে একই গ্রামের আবুল মনসুরকে কুপিয়ে হত্যা করেন বলে প্রমাণিত হওয়ায় আসামিকে মৃত্যুদণ্ডাদেশের পাশাপাশি অর্থিক জরিমানাও করে আদালত।

সোনালীনিউজ/এমএইচএম