বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ভাষণ

  • ঈশ্বরদী, পাবনা থেকে | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৫, ২০১৭, ০২:৫২ পিএম

পাবনা : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ পৃথিবীর ৪ হাজার বছরের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ভাষণ।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে পাবনা জেলার ঈশ্বরদী শহরের আলহাজ মোড়ে ইউনেস্কো কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু কর্তৃক ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিশ্বের অন্যতম ভাষণ হিসেবে স্বীকৃতি প্রদান করায় দেশব্যাপী আয়োজিত আনন্দ শোভাযাত্রা ও র‌্যালি অনুষ্ঠানে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ অংশ নিয়ে তাঁর বক্তব্যে তিনি এ কথা ব্যক্ত করেন।

ভূমিমন্ত্রী শরীফ বলেন, বঙ্গবন্ধু ছিলেন পৃথিবীর মুক্তিকামী মানুষের শ্রেষ্ঠ রাজনৈতিক কবি, দার্শনিক ও শ্রেষ্ঠ জেনারেল। ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ ছিল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ। বঙ্গবন্ধুর এ ভাষণকে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণের মর্যাদা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। মন্ত্রী বলেন, ঐতিহাসিক এ ভাষণ এর মাধ্যমে বাঙালি জাতির ঐতিহ্য, সংস্কৃতি সারা বিশ্বের কাছে ফুটে উঠেছে।

মন্ত্রী বলেন, এ দিনটি আমাদেরকে উজ্জীবিত করেছে। আনন্দ র‌্যালি সকলের। সারাদিন আনন্দ উৎসবে এ দিনটি সারাদেশে পালিত হচ্ছে। পরে মন্ত্রী বিশাল এক আনন্দ র‌্যালিতে যোগ দিয়ে এক কিলোমিটার পথ পায়ে হেটে চলেন। এ সময় সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ দলের নেতাকর্মীসহ বিশাল জনতা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর