গাজীপুরে কারখানার সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৯

  • গাজীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৭, ০৮:১৫ পিএম

গাজীপুর: জেলার কালিয়াকৈর উপেজলায় একটি কসমেটিকস কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সৃষ্ট আগুনে ওই কারখানার অন্তত ৯ শ্রমিক দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জামালপুর এলাকায় এফ এস কসমেটিকস লিমিটেড কারখানায় এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

কারখানার শ্রমিকদের বরাত দিয়ে কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফঁড়ির এসআই সাইফুল আলম জানান, মঙ্গলবার বিকেলে ওই এলাকার এফ এস কসমেটিক্স লিমিটেড কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন ধরে যায়। এসময় ওই কারাখানায় ৩৫ জন শ্রমিক কাজ করছিলেন। আগুন কারখানার ভেতরে ছড়িয়ে গেলে কিছু শ্রমিক বাইরে বের হতে পারলেও কয়েকজন ভেতরে আটকা পড়ে দগ্ধ হন।

তিনি আরো জানান, ওই ঘটনার পরে স্থানীয় জনতা ও শ্রমিকদের সহায়তায় ৯ জন দগ্ধ শ্রমিককে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দগ্ধের সংখ্য আরো বাড়তে পারে।

স্থানীয় ইউপির নারী মেম্বার নাজমা বেগম জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শ্রমিককে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/এমএইচএম