মানসিক নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৭, ০২:৪২ পিএম
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ: জেলার সিরাজদীখানে শ্বশুর বাড়ির লোকজনের মানসিক নির্যাতন সইতে না পেরে বন্যা বেগম (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে জেলার সিরাজদীখান উপজেলার বাউসার গ্রামে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় ওই গৃহবধূ।

শনিবার বেলা ১২টার দিকে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় বলে জানিয়েছেন সিরাজদীখান থানার এস আই সুমন মিয়া।

গৃহবধূ বন্যা উপজেলার বাউসার গ্রামের মালয়েশিয়া প্রবাসী নুর হোসেনের স্ত্রী। জেলা শ্রীনগর উপজেলার ভাগ্যকুল গ্রামের হাবিব হোসেনের মেয়ে বন্যার সঙ্গে নুর হোসেনের বিয়ে হয় ৪ বছর আগে।

গৃহবধূ বন্যার খালা সোমা বেগম অভিযোগ করেন, নিঃসন্তান হওয়ায় গৃহবধূ বন্যাকে তার শ্বশুর বাড়ির লোকজন মানসিক নির্যাতন করে আসছিল। আর নির্যাতন সইতে না পেরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় বন্যা।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর