আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষে মারামারি

  • বরিশাল ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০১৭, ১০:৪২ পিএম
প্রতীকী ছবি

বরিশাল: জেলার উজিরপুা উপজেলার হারতায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিতুমীর কলেজের ছাত্রসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হারতায় রোববার সকাল ৭টায় ছাত্রদল নেতা মেহেদী গোমস্তার ভাই ঢাকার তিতুমীর কলেজের অনার্সের চতুর্থ বর্ষের ছাত্র আলামিন গোমস্তা (২৪) ঢাকার উদ্যেশ্যে যাওয়ার সময় নাথারকান্দি বাজারের সামনে গেলে একই গ্রামের বিএনপি নেতা কালাম ফরাজী ও মেহেদীসহ তাদের অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং মারধরের ঘটনা ঘটে।

এতে কলেজ ছাত্র আলামিন গুরুত্বর আহত হয় এবং কালাম ফরাজির হাতে আঘাত পায়। আহত কলেজ ছাত্র আলামিনকে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করেন।

আহত কলেজ ছাত্র আলামিন জানান, কালাম ফরাজী (৪০), আসলাম ফরাজী (২৭), ফায়জুল ফরাজী (২৭) ও তাইজুল হক ফরাজীসহ (৩৫) একদল বিএনপি কর্মী তার ওপর হামলা চালায়।

আহতের ভাই ছাত্রদল নেতা মেহেদী জানান, কালাম ফরাজীর আতঙ্কে এলাকার সাধারণ মানুষ অতিষ্ট।

উজিরপুর মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, হারতায় মারামারির ঘটনায় উভয় পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সোনালীনিউজ/এমএইচএম