নড়াইলে মন্দির নির্মাণে আর্থিক সহযোগিতা

  • নড়াইল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০১৭, ০২:৪০ পিএম

নড়াইল : জেলার লোহাগড়া উপজেলার ঝামারঘোপ সার্বজনীন কালিমন্দির নির্মাণে আর্থিক সহযোগিতা করেছেন শিল্পপতি শেখ আমিনুর রহমান হিমু। সোমবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঝামারঘোপ বাজার এলাকায় মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক অনুদান তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি হেম কুমার অধিকারী, সাধারণ সম্পাদক সুশান্ত শেরালী, সদস্য অমর বিশ্বাস, ধীরেন ঢালি, ঠাকুর দাস শিরোলী, নিশিত রায়, বিজন শেরালী, উপানন্দ্য বিশ্বাস, মোহন মোল্যা, শাহাবুদ্দিন প্রমুখ।

প্রায় তিন শতক জায়গার ওপর একতলা মন্দিরটি নির্মাণ করা হচ্ছে। আগামী তিন মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। ধর্মীয় কাজে আর্থিক সহযোগিতা পেয়ে খুশি হয়েছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন।

লোহাগড়ার ঝামারঘোপ সার্বজনীন কালিমন্দির নির্মাণ কাজে অর্থ বরাদ্দসহ নড়াইলের বিভিন্ন এলাকায় আরো চারটি মন্দির নির্মাণ করবেন বলে জানিয়েছেন আমিনুর রহমান হিমু। এ ছাড়া মসজিদ, মাদরাসা, স্কুল-কলেজসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ইতিমধ্যে আর্থিক সহযোগিতা দিয়েছেন তিনি। নড়াইলের শীতার্ত অসহায় মানুষের মাঝে সম্প্রতি পাঁচ হাজার কম্বল বিতরণ করেছেন নড়াইলের সন্তান শেখ আমিনুর রহমান হিমু।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর