সিলেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুপক্ষের সংঘর্ষ

  • সিলেট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৪, ২০১৮, ০৫:৩৫ পিএম
এমসি কলেজ গেটে পুলিশি পাহারা

সিলেট: ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট এমসি কলেজে ছাত্রলীগের বিবাদমান দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ নেতাকর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে টিলাগড়ের এমসি কলেজ ছাত্রলীগের একটি পক্ষ কলেজের ভেতরে অবস্থান করেছিল। পরে অপর একটি পক্ষ মিছিল নিয়ে এমসি কলেজে প্রবেশের চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় বাইরের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর একটি মিছিল নিয়ে কলেজে প্রবেশের চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়ে মিছিলসহ নেতাকর্মীরা ফিরে যায়। কিন্তু কিছুক্ষণ পরে অস্ত্রশস্ত্র নিয়ে আবারো এমসি কলেজে প্রবেশের চেষ্টা করলে ভেতরে থাকা অন্য পক্ষের নেতাকর্মীদের বাধার মুখে সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

শাহপরাণ থানার ওসি আখতার হোসেন জানান, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুপক্ষের মধ্যে সৃষ্ট সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সোনালীনিউজ/এমএইচএম