প্রচণ্ড শীতে কাহিল নীলফামারীর জনজীবন

  • নীলফামারী সংবাদদাতা | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১২, ২০১৮, ০৪:৪০ পিএম

নীলফামারী : জেলায় অব্যাহত শৈত্যপ্রবাহ আর উত্তরের হিমেল বাতাসে জনজীবন কাহিল হয়ে পড়েছে। কনকনে ঠান্ডায় লোকজন ঘরের বাহিরে বের হতে পারছে না। সারাদিন ঘন কুয়াশায় আছন্ন হয়ে থাকছে রাস্তাঘাট। গত দু’দিন ধরে জেলার কোথাও সূর্যের মুখ দেখা যায়নি। শীত বস্ত্রের অভাবে শীতার্ত মানুষজন দিনভর খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছেন।

সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে বয়স্ক ও শিশুরা। সদর উপজেলার টুপামারী ইউনিয়নের বাজার মৌজা গ্রামের খতেজা, গাছবাড়ী এলাকার লিয়াকত আলী, হারুনসহ অনেক শীতার্ত মানুষ জানালেন এখনো তারা সরকারি ও বেসরকারিভাবে কোনো শীতবস্ত্র পায়নি। সৈয়দপুর আবহাওয়া অফিস জানায়, শুক্রবার নীলফামারীতে ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর