ফুলবাড়ীতে শেষ হলো তিন দিনব্যাপী উন্নয়ন মেলা

  • ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০১৮, ০৫:২০ পিএম

দিনাজপুর : জেলার ফুলবাড়ীতে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো উন্নয়ন মেলা।

‘উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে গত ১১ থেকে শুরু করে-১৩ জানুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী দিনে শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা চত্বরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে উন্নয়ন বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী। পরে উপজেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় এক মনোজ্ঞ স্বংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ্, সধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এ টি এম হামীম আশরাফ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শহিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাফিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ শেখ নাসিম হাবীবসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলার সকল কর্মচারী-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর