নোয়াখালী কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদকের গাড়িতে আগুন

  • নোয়াখালী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৮, ০৮:৪৫ পিএম

নোয়াখালী : জেলার সোনাইমুড়িতে বাংলাদেশে কমিউনিস্ট পার্টি নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক আবু তাহের ভূঁইয়ার ব্যবহৃত গাড়িতে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে সোমবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে আবু তাহের সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউপির হিরাপুর গ্রামে অবস্থিত বাসভবনে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ৩টার দিকে বিকট শব্দে পরিবারের সদস্যদের ঘুম ভাঙে। বাসভবনের পাশে থাকা ২টি মাইক্রো ও ২ কাভার্ডভ্যানের মধ্যে একটি মাইক্রোতে আগুন জ্বলছে। পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস গাড়িতে থাকা গ্যাস ভর্তি দুটি সিলিন্ডারে আগুন লাগার আগেই তা নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে আবু তাহের ভূঁইয়ার বড় ছেলে আব্দুস সালাম রনি জানান, যদি যথা সময় আগুন নিয়ন্ত্রণে না আনা যেত, তাহলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাসভবনে আগুন ছড়িয়ে পরিবারের সদস্যরা হতাহত হত।

উল্লেখ্য, ১৯৯৯ সালে নোয়াখালী আদালত প্রাঙ্গণে তাকে হত্যার উদ্দেশে হামলা করা হয়। ২০০৫ সালের ২১ নভেম্বর স্থানীয় সোনাপুর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান রনি ফার্মেসীতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। একই সময় তার ছোট ছেলে শাওনকে (৯) অপহরণ করা হয়। এখনো তার সন্ধান পাওয়া যায়নি।

সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর