অস্ত্র গুলিসহ বিএনপি কর্মী আটক

  • বরিশাল ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৮, ১০:৫২ পিএম

বরিশাল: জেলার বাকেরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ নেতা সুলতান হোসেনকে গুলি করে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি উপজেলা বিএনপির সাবেক সদস্য সালাম সিকদারকে পিস্তল ও গুলিসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) গভীর রাতে উপজেলার মহেষপুর বাজার সংলগ্ন সালামের বাড়ি থেকে তার স্বীকারোক্তি অনুযায়ী এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বুধবার (১৭ জানুয়ারি) জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১১ ডিসেম্বর সন্ধ্যার পর উপজেলার নিয়ামতি ইউনিয়নের মহেষপুর বাজারে পূর্ব শত্রুতার জের ধরে সালাম সিকদারের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসীরা আওয়ামী লীগ নেতা সুলতান হোসেনের ওপর হামলা করে। এসময় সন্ত্রাসীরা ওই আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা চেষ্টা চালায় তারা। পরে ওই ঘটনায় তার স্ত্রী নাসরিন আক্তার বাদি হয়ে সালাম সিকদারসহ ১১ জনের নাম উল্লেখ করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

গত ৯ জানুয়ারি প্রধান আসামি সালাম সিকদারকে ঢাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে বাকেরগঞ্জে তার বসতঘর থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশ সুপার সাইফুল।

সোনালীনিউজ/এমএইচএম