ভাসমান ক্রেনে বসলো পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান

  • মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০১৮, ১১:০৫ এএম

মুন্সীগঞ্জ: পুরোদমে এগিয়ে চলছে পদ্মা সেতু প্রকল্পের কাজ। পদ্মা সেতুর ৩ হাজার ৬শ’ টন ধারণ ক্ষমতার Tian Yi ক্রেনে ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি রাখা হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে ক্রেনটির উপর রাখা হয় স্প্যানটি।

পদ্মা সেতুর প্রকৌশলী সুত্র জানান, জাজিরা প্রান্তে ৩৮ ও ৩৯ নং পিলারের উপর স্প্যান বসতে ৭বি স্প্যানটি এখন রওয়ানা হবার জন্য প্রস্তুত। আজ সকালে ক্রেনটির উপর স্প্যানটি রাখা হয়।

আগামীকাল জাজিরা প্রান্তের উদ্দ্যোশে যাবে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে। ২৩ তারিখ পিলারের বেয়ারিংয়ের উপর স্প্যান বসানো হবে বলে আশাবাদী। এছাড়া স্প্যানটি পৌছাতে তিনদিন সময় লাগবে বলে জানিয়েছেন তারা।

 


সোনালীনিউজ/ঢাকা/আকন