আগামীতে মেধাবী প্রজন্মের বাংলাদেশ গড়তে হবে

  • নাটোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০১৮, ০৯:৫০ পিএম

নাটোর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামীতে মেধাবী প্রজন্মের সুখি, সমৃদ্ধ ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে হবে। আর একজন মা’ই পারে শিক্ষিত জাতি উপহার দিতে।

তিনি বলেন, সুন্দর জাতি গঠনে মায়ের ভূমিকা অপরিসীম।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের মা সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে শত শত মা তাদের মতামত ব্যক্ত করেন। সিংড়া দমদমা স্কুল ও কলেজ প্রাঙ্গনে পৌর মেয়র ও প্রতিষ্ঠানের সভাপতি জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

সোনালীনিউজ/এমএইচএম