জয়পুরহাটে অস্ত্র ও গুলিসহ জেএমবি সদস্য আটক

  • জয়পুরহাট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২০, ২০১৮, ০৮:০৭ পিএম

জয়পুরহাট : জেলার কালাই উপজেলার মোলামগাড়ি বাখড়া সেতুর পাশ থেকে শনিবার (২০ জানুয়ারি) ভোরে এক যুবককে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ। সে নব্য জেএমবির সদস্য বলে পুলিশ দাবি করছে। এ সময় খাল থেকে একটি দেশীয় পিস্তল ২ রাউন্ড গুলি, ৭টি ককটেল ও ১০০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়।

আটক নুর আলম জয়পুরহাটের জামালগঞ্জ চার মাথার নজরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

কালাই থানার অফিসার ইন চার্জ আব্দুল লতিফ খান জানান, শনিবার ভোরে ক্ষেতলাল-বগুড়া সড়কের বাখড়া সেতুর পাশে কয়েকজন জঙ্গি সদস্য নাশকতার পরিকল্পনা করছিল এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জেলা সদরের জামালগঞ্জ চারমাথা এলাকার নুর আলম ওরফে পলাশ ওরফে প্রিন্স নামের এক জঙ্গি সদস্যকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় কালাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর