ঝালকাঠিতে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা কর্মবিরতিতে

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০১৮, ০৬:৪৪ পিএম

ঝালকাঠি : জেলার চাকরি জাতীয়করণের দাবিতে কর্মবিরতি পালন করেছেন জেলার ৮৭টি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করছেন।

এদিকে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতির কারণে কমিউনিটি ক্লিনিকে আসা রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কর্মবিরতি পালনকালে বক্তব্য দেন, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মোক্তারুজ্জামান রিপন, পলাশ পারভেজ প্রমুখ।

কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা জানান, সরকার বারবার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের চাকরি জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়েছে। তবে এখন পর্যন্ত জাতীয়করণ করা হয়নি। তাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত শনিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর