ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে পাসপোর্ট দালালকে দণ্ড

  • ঝিনাইদহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০১৮, ০৩:৪৫ পিএম

ঝিনাইদহ: জেলার সুকান্ত সেন নামে এক পাসপোর্ট দালালকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সুকান্ত সেন সদর উপজেলার নৃ-সিংহপুর গ্রামের সুবল সেনের ছেলে। 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির এ দণ্ড দেন। 

গোপন সংবাদেও ভিত্তিতে জানতে পারেন দীর্ঘদিন ধরে শহরের মদনমোহন পাড়ার গাঙ্গুলী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে পাসপোর্ট তৈরির জন্য ফরম, টাকা জমার রশিদ সংরক্ষণ করা হচ্ছে। বৃহস্পতিবার ওই দোকানে অভিযান চালিয়ে সুকান্তকে আটক করা হয়। 

এসময় পাসপোর্ট ফরম, টাকা জমা দেয়ার রশিদ ও ১০টি দেশের মুদ্রা উদ্ধার করা হয়। পরে তাকে পাসপোর্ট দালাল হিসেবে চিহ্নিত করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। 

অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কুহিনুর খাতুন, ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বজলুর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এআই