আবাসিক এলাকা থেকে ট্রাক স্ট্যান্ড সরাতে ঝালকাঠিতে মানববন্ধন

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০১৮, ০৬:১২ পিএম

ঝালকাঠি : জেলায় আবাসিক এলাকা থেকে পৌরসভার ট্রাক স্ট্যান্ড সরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শহরের কৃষ্ণকাঠি-গুরুধাম এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শহরের কৃষ্ণকাঠি-গুরুধাম বালুর মাঠে ঝালকাঠি পৌরসভা শুক্রবার আনুষ্ঠানিকভাবে ট্রাক স্ট্যান্ড বসায়। ইতিমধ্যেই মাঠটিতে শুরু করা হয়েছে ট্রাক স্ট্যান্ডের কার্যক্রম। কিন্তু এতে বিপাকে পড়েছে এলাকার জনগণ।

বিশেষ করে শিশু এবং শিক্ষার্থীদের। পৌর শহরের গুরুত্বপূর্ণ এই আসাসিক এলাকায় প্রতিদিন অসংখ্য শিক্ষার্থীর যাতায়াত। এলাকাটিতে রয়েছে শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি অফিস। রয়েছে অসংখ্য পরিবারের বসবাস।

এ অবস্থায় দুর্ঘটনার ঝুঁকি, শব্দ দূষণ  আর বিরূপ পরিস্থিতি থেকে রক্ষা পেতে দ্রুত ট্র্যাক স্ট্যান্ডটি সরিয়ে নিতে পৌরসভার প্রতি দাবি জানান বক্তারা।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর