সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৮, ২০১৮, ০৪:৫১ পিএম

বরিশাল : ডিবিসি নিউজের ক্যামেরাম্যান সুমন হাসানের ওপর পুলিশের নির্মম নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ঝালকাঠির সাংবাদিকরা। রোববার (১৮ মার্চ) সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, সাংবাদিক নেতা শ্যামল সরকার, দুলাল সাহা, প্রেস ক্লাব সেক্রেটারি আক্কাস সিকদার, এনটিভি’র ঝালকাঠি প্রতিনিধি কে এম সবুজ ও ইনডিপেনডেন্ট নিউজের ঝালকাঠি প্রতিনিধি রহিম রেজা, ডিবিসি নিউজের ঝালকাঠি প্রতিনিধি আল আমিন তালুকদার প্রমুখ।

বক্তারা সাংবাদিক নির্যাতনকারী পুলিশ সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নির্যাতনকারীদের শাস্তি না হলে পুলিশের সংবাদ বর্জনসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে উপস্থিত হয়ে সংহতি জানান।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর