স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের উৎসবে মুন্সীগঞ্জ

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২২, ২০১৮, ০৩:০৭ পিএম

মুন্সীগঞ্জ : স্বল্পোন্নত থেকে উন্নয়নশীলে উত্তরণ ঘটল বাংলাদেশ। ১৭ মার্চ জাতিসংঘের এমন ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশের মতো উৎসবে মাতে মুন্সীগঞ্জ। জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টায় শুরু হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ-মিছিল। সরকারি কর্মকর্তা-কর্মচারী ছাড়াও রাজনীতিবিদ ও হাজার হাজার শিক্ষার্থীদের অংশগ্রহণে মুন্সীগঞ্জ জেলা শহর হয়ে উঠে উৎসবের নগরীতে।

স্বত:স্ফূর্ত এই উৎসব দেখে মনে হয়েছে দেশের প্রতি মানুষের ভালোবাসার টান কত বেশি। দেশের দুর্দিনে যেমন এদেশের মানুষ ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করে না। তেমনি দেশের শুভ লগ্নে নিজেদের আনন্দ সকলের তরে বিলিয়ে দিতেও নেই কোনো কৃপণতা। ঘণ্টাব্যাপী চলা আনন্দ এই শোভাযাত্রা শেষে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় উৎসব সভা। স্থানীয় সংসদ সদস্য অ্যাড. মৃনাল কান্তি দাস, জেলা প্রশাসক সায়লা ফারজানা ছাড়াও বিভিন্ন গুণীজন এই উৎসব সভায় বক্তব্য রাখেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর