পরিত্যক্ত ককটেল দিয়ে খেলতে গিয়ে ২ শিশু আহত

  • চট্টগ্রাম ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৮, ২০১৮, ০৫:১৪ পিএম
প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরীর খুলশী এলাকায় পরিত্যক্ত ককটেল নিয়ে খেলতে গিয়ে ককটেল বিস্ফোরণে আহত হয়েছে অবুঝ দুই শিশু।

বুধবার (২৮ মার্চ) দুপুর ১টার দিকে খুলশীর জাকির হোসেন রোডে বিজিএমইএ ভবনের পেছনে এ ঘটনা ঘটে। আহত ওই শিশুদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত শিশুরা হলো-  সোহান (৮) ও আলামিন (৮)। তারা স্থানীয় একটি প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।  

খুলশী থানার ওসি (তদন্ত) মহিবুর রহমান বলেন, স্কুল থেকে বাসায় ফেরার পথে ওই দুই শিশু পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল পায়। কিন্তু তারা বুঝতে না পেরে ককটেলটি নিয়ে খেলতে গেলে সেটি বিস্ফোরিত হয়।

ঘটনার পরপরই তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই দুই শিশু হাতে ও পায়ে আঘাত পেয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত আছে বলে জানান তিনি।

সোনালীনিউজ/এমএইচএম