১০ বছর শিশু চিকিৎসক শূন্য ঝালকাঠি সদর হাসপাতাল

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৯, ২০১৮, ০৫:১৩ পিএম

ঝালকাঠি : জেলার সদর হাসপাতালে ১০ বছর ধরে শিশু চিকিৎসক না থাকায় শিশুরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে পাচ্ছে না তাদের কাঙ্খিত চিকিৎসা সেবা।

সম্প্রতি চিকিৎসা নিতে আসা কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বললে তারা জানায়, সাধারণ সর্দি, কাশি, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হলে মা-বাবারা শিশুদের নিয়ে ঝালকাঠি সদর হাসপাতালে ছুটে আসেন। অনেকে কাঙ্খিত চিকিৎসা সেবা না পেয়ে ফিরে যান। আবার কেউ কেউ প্রাথমিক চিকিৎসা শেষে ক্লিনিকে নিয়ে ভর্তি করান। তাদের চিকিৎসা চলে হাসপাতালের আউটডোরের ডাক্তার দিয়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে ৫০ শয্যা নিয়ে ঝালকাঠি সদর হাসপাতালের যাত্রা শুরু হয়। ২০০৫ সালে এটিকে ১০০ শয্যায় উন্নীত করা হয়। বর্তমানে হাসপাতালটিতে মোট ২৩ জন চিকিৎসক পদের ১৪ পদই শূন্য হয়ে আছে। প্রতিদিন দুই থেকে আড়াইশ রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসে। এদের বেশির ভাগই বিভিন্ন বয়সের শিশু।

হাসপাতালের সিভিল সার্জন চিকিৎসক শ্যামল কৃষ্ণ হাওলাদার বলেন, শিশু বিশেষজ্ঞের পদ পূরণে কর্তৃপক্ষকে তাগাদা দেওয়া হয়েছে। উনারা আশ্বাস দিয়েছেন। আশা করি, শিগগিরই আমরা শিশু বিশেষজ্ঞ চিকিৎসক পাব।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর