‘মুক্তিযোদ্ধারা এখন গর্বের সঙ্গে পরিচয় দেন’

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩০, ২০১৮, ০৪:২২ পিএম

ঝালকাঠি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মুক্তিযোদ্ধারা দেশের সম্মানিত ব্যক্তি, এজন্য তাদের সব ধরণের সহযোগিতা করা হচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই মুক্তিযোদ্ধারা এখন গর্বেও সঙ্গে নিজেদের পরিচয় দিতে পারেন।

শুক্রবার (৩০ মার্চ) দুপুর ১২টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের কল্যাণে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী।

ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, বিশেষ অতিথি জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও ঝালকাঠি পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপপরিচালক শ্যামা প্রসাদ দে।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেগম লুৎফুন্নেছা।
অনুষ্ঠানে ২৯২ জন মুক্তিযোদ্ধাকে চার লাখ ১৭ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে পল্লী উন্নয়ন বোর্ডের প্রকল্পের সদস্য ৪০ জনকে দশ লাখ টাকার ঋণ বিতরণ করেন।

সোনালীনিউজ/এমএইচএম