বোনের ইভটিজিংয়ের বাধা দেওয়ায় বাড়ি ছাড়ার হুমকি

  • ভোলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৫, ২০১৮, ০৬:৪২ পিএম

ভোলা : সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বোনের ইভটিজিংয়ে বাধা দেওয়ায় পরিবারের সবাইকে বাড়ি ছাড়ার হুমকি দিয়েছে বখাটের পরিবার।

সূত্রে যানা যায়, ইলিশা নেছারিয়া দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাএী ব্যবসায়ী নুরনবী ডাক্তারে মেয়ে, খুশি আক্তারকে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে ইভটিজিং করতো একই এলাকার সফিকুল ঘরামির ছেলে সোহাগ (১৯) ইভটিজিং বাধা দেওয়ায় গত কয়েকদিন পূর্বে খুশি আক্তারের ভাই মিজানুর রহমান বাধা দিলে তাকে পিটিয়ে আহত করে ওই বখাটেরা, পরে পাঁচদিন সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মিজানুর রহমান।

মিজানুর রহমান জানান, আমার বোনের ইভটিজিংয়ের বাধা দেওয়ায় আমাকে পিটিয়ে আহত করেছে বখাটেরা ও আমাদেরকে বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছে বখাটে সোহাগ ও তার পরিবারের লোকজন, আমরা এই বিষয়টি নিয়ে নেছারিয়া মাদ্রাসায় লিখিত অভিযোগ এবং স্থানীয় বাবুল মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিদের জানালে ও কোনো সমাধানে আসেনি, আরো আমাদের বাড়ি ছাড়ার করার হুমকি দিচ্ছে, মিজানুর রহমান জানান আমার বোনের ইভটিজিং-এর বাধা দেওয়ায় আমাকে পিটিয়ে আহত করেছে বখাটেরা, এবং বর্তমানে আমাদেরকে বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছে বখাটে সোহাগ ও তার পরিবারের লোকজন, আমরা এই বিষয়টি নিয়ে নেছারিয়া মাদ্রাসায় লিখিত অভিযোগ এবং স্থানীয় বাবুল মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তি দের জানালে ও কোনো সমাধানে আসেনি, আরো আমাদের বাড়ি ছাড়ার করার হুমকি দিচ্ছে।

এ ব্যাপারে ২নং ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাসনাইন আহমেদ হাসান মিয়া সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি আমাকেও জানিয়েছে।

এ ব্যাপারে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

সোনালীনিউজ/এইচএআর