বিনা টিকিটে রেল ভ্রমণ, ২৪৫ যাত্রীর জরিমানা

  • লালমনিরহাট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২০, ২০১৮, ০৫:২২ পিএম

লালমনিরহাট: বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ২৪৫ যাত্রীর কাছ থেকে প্রায় লাখ টাকা জরিমানা আদায় করেছে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লালমনিরহাট রেলওয়ে বিভাগের আওতাধীন ৪টি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক নাজমুল ইসলামের নেতৃত্বে লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস-এর ট্রেনে বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিনা টিকিটে ভ্রমণের দায়ে ২৪৫ যাত্রীর কাছ থেকে মোট ৮৮ হাজার ৪১০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।

লালমনিরহাট রেলওয়ের সহকারী ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট (এটিএস) সাজ্জাত হোসেন জানান, বিশেষ এই অভিযান অব্যাহত থাকবে।

সোনালীনিউজ/এমএইচএম