জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মুন্সীগঞ্জে র‌্যালী

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৩, ২০১৮, ০২:১২ পিএম

মুন্সীগঞ্জ : ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ শ্লোগানকে সামনে রেখে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৮ উপলক্ষে মুন্সীগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৯ বছর পর এবছর পালিত হচ্ছে পুষ্টি সপ্তাহ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের উদ্যোগে ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চলবে এই সপ্তাহ।

সোমবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমী থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। পরে শিল্পকলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এই কর্মসুচি পালন করা হয়। আলোচনা সভায় সিভিল সার্জন হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আশফাকুজ্জামান প্রমুখ।

সোনালীনিউজ/এমটিআই