বাবার ওপর অভিমান করে ছেলের আত্মহত্যা

  • লালমনিরহাট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৮, ২০১৮, ০৬:২৪ পিএম
প্রতীকী ছবি

লালমনিরহাট : বাবাকে লুকিয়ে বাড়ির তামাক বিক্রি করে ছেলে। বিষয়টি জেনে তাকে মারধর করেন বাবা। এ ঘটনায় বাবার ওপর অভিমান করে রাতে নিজ ঘরে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে ‘আত্মহত্যা’ করেন কলেজ ছাত্র আবু হাসান (২০)। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান।

আর এ ঘটনাটি ঘটে শনিবার (২৮ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের তেতুলিয়া মজুয়া গ্রামে। নিহত আবু হাসান লালমনিরহাট সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন। সে ওই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাবাকে লুকিয়ে তার বাড়ির তামাক বিক্রি করেছিলেন আবু হাসান। পরে বিষয়টি জেনে তাকে মারধর করেন তার বাবা। এতে অভিমান করে রাতে নিজ ঘরে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে ‘আত্মহত্যা’ করেন তিনি।  সকালে বাড়ির লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর