ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

  • ঝিনাইদহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৮, ২০১৮, ০৬:৩৬ পিএম

ঝিনাইদহ : জেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। শনিবার ‘উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে জেলা লিগ্যাল এইড দিবসটি পালন করে। এ উপলক্ষে সকালে আদালত চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ নবাবুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক চাঁদ মোহাম্মদ আবদুল আলিম আল-রাজি, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ গোলাম আযম, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এস এম মশিয়ুর রহমান, সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ মিন্টু, জিপি অ্যাড. সুবীর সোমাদ্দার, পিপি ইসমাইল হোসেন, বিচারপ্রার্থী হাসিয়া খাতুন ও মুসলিমা খাতুন। পরে আদালত চত্বরে দিনব্যাপী লিগ্যাল এইড মেলার উদ্বোধন করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর