ঠাকুরগাঁওয়ে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

  • এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৬, ২০১৮, ১০:৫২ এএম

ঠাকুরগাঁও: ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্নার বাঁধন’। বাঁধন দিনাজপুর সরকারি কলেজ ইউনিটের আয়োজনে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে অবস্থিত হাজী কমরুল হুদা চৌধুরী বালিকা বিদ্যালয়ে মঙ্গলবার (১৫ মে) বিনামূল্যে রক্তগ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয়।

এই আয়োজনে বিদ্যালয়ের ১১০ জন ছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হয়। এ কার্যক্রমে বাঁধন দিনাজপুর সরকারি কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবা আক্তারসহ ৪ জন কর্মী অংশ নেয়।

এ বিষয়ে জানতে চাইলে বাঁধন দিনাজপুর সরকারি কলেজ ইউনিটের সাংগঠনিক সম্পাদক সুজিত মুর্মু জানান, বাঁধন প্রতিনিয়ত বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে রক্তগ্রুপ নির্ণয় আয়োজন করে থাকে,তারই অংশ হিসেবে হাজী কমরুল হুদা চৌধুরী বালিকা বিদ্যালয়ে এই আয়োজন। তিনি জানান, ২০১৭ সালেও এই বিদ্যালয়ে বিনামূল্যে রক্তগ্রুপ নির্ণয় করে দেয়া হয়।

এছাড়া সমস্ত কার্যক্রমে হাজী কমরুল হুদা চৌধুরী বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারীরাসহ স্টুডেন্ট ক্যাবিনেট মেম্বাররা সর্বাত্মক সহযোগিতা করেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন