১৪ দিন মৃত্যু যন্ত্রণা ভোগ করে

অবশেষে চলেই গেলেন সেই গৃহবধূ

  • নাহিদ আল মালেক, বগুড়া | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৯, ২০১৮, ১০:২১ এএম

বগুড়া: দুর্বৃত্তের ছোড়া এসিডে দগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যু যন্ত্রণা ভোগ করার ১৪ দিন পরে অবশেষে শুক্রবার (১৮ মে) দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বগুড়ার সেই প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী গৃহবধূ শাহনাজ পারভীন শিউলী (৪০)।

গত ৪ মে (শুক্রবার) দুপুরে বগুড়া শহরের দক্ষিণ বৃন্দাবনপাড়ায় বাড়িতে প্রবেশ করে পুর্বপরিচিত টুটুল নামের এক ব্যক্তি শাহনাজ পারভীনের গায়ে দাহ্য পদার্থ ঢেলে দেন। এতে গুরুতর আহত গৃহবধূকে প্রথমে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

স্ত্রীর আহত হবার খবর পেয়ে দুবাই প্রবাসী স্বামী আব্দুর রহমান গত ৯ মে দেশে ফিরেন। তিনি জানান, টুটুলের কাছ থেকে আমি জায়গা কিনে নিয়েছি। তাছাড়া কিছু টাকাও ধার নিয়েছিলাম। যা পরবর্তিতে পরিশোধ করি। কিন্তু সে অতিরিক্ত টাকা দাবি করে তা না পেয়ে আমার স্ত্রীর উপর প্রতিশোধ নিয়েছে।

বগুড়া সদর থানার এসআই আব্দুল ওয়াদুদ জানান, এ ঘটনার পর গৃহবধূর দেবর মুঞ্জুরুল বাদী হয়ে টুটুলকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে। এখন মৃত্যুর ঘটনায় নতুন করে হত্যার অভিযোগে মামলাটি পরিচালিত হবে।


সোনালীনিউজ/ঢাকা/আকন