বগুড়ায় গৃহবধূর আত্মহত্যা ও ট্রলি উল্টে চালক নিহত

  • নাহিদ আল মালেক, বগুড়া | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২১, ২০১৮, ০২:০৭ পিএম

বগুড়া: জেলায় দাম্পত্যকলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা ও মহাসড়কে বিদ্যুতের খুঁটি বোঝাই ট্রলি উল্টে এক চালক নিহত হয়েছেন। রোববার (২০ মে) রাত ৮টার দিকে গৃহবধূ ও সোমবার (২১ মে) বেলা সাড়ে ১০টায় ওই চালকের মৃত্যু হয়।

রোববার (২০ মে) রাত ৮টার দিকে বগুড়া জেলার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বণিকপাড়া গ্রামে গৃহবধূ রোজিনা আক্তার (১৮) আত্মহত্যা করে।

এলাকাবাসী জানান, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়াবটতলা এলাকার জয়নাল আবেদীনের মেয়ে রোজিনার সাথে এক বছর পুর্বে বণিকপাড়ার নসিমুদ্দির ছেলে নয়ন ইসলামের বিয়ে হয়। স্বামী চাতাল শ্রমিক নয়নের সাথে তার প্রায় দাম্পত্য কলহ দেখা দিত।

এরই এক পর্যায়ে রোববার তারাবীর নামাজের সময় কেউ বাড়িতে না থাকার সুযোগে রোজিনা নিজ ঘরে গলায় ওড়না পেচিঁয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে শেরপুর থানা পুলিশ রাত ১০টার দিকে তার লাশ উদ্ধার করে।

শেরপুর থানার এসআই এবাদ আলী মোল্লা জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার (২১ মে) মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এদিকে মহাসড়কে বিদ্যুতের খুঁটি বোঝাই ট্রলি উল্টে প্রাণ গেল চালক জাকারিয়া হোসেন (২২) এর। ঘটনাটি ঘটেছে সোমবার (২১ মে) বেলা সাড়ে ১০টায় ঢাকা-বগুড়া মহাসড়কের জেলার শেরপুর উপজেলার মির্জাপুর আমবাগন এলাকায়।

এলাকাবাসী জানান, বগুড়া থেকে পল্লী বিদ্যুতের খুঁটি বোঝাই ট্রলি চালিয়ে মথুরাপুর যাবার পথে সোমবার বেলা সাড়ে ১০টার দিকে মহাসড়কের মির্জাপুর আমবাগন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারায় চালক জাকারিয়া হোসেন।
সে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার বর্ষণগ্রামের আবু তালেব এর ছেলে বলে জানা গেছে।

শেরপুর থানার এসআই ওসমান গণি জানান, দুর্ঘটনার পর পর লাশ ও ট্রলিটি উদ্ধার করা হয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন