রাজাপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২১, ২০১৮, ০৭:৪৬ পিএম

ঝালকাঠি : জেলার রাজাপুরে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সেলিনা বেগমকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ পুটিয়াখালী গ্রামে অভিযান চালিয়ে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেলিনা ওই গ্রামের রিয়াদ তালুকদারের স্ত্রী।

রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন জানান, ভান্ডারিয়া থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড হয় সেলিনা বেগমের। পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত তাকে এ সাজা প্রদান করে। দন্ড দেওয়ার পরে সেলিনা বেগম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

সম্প্রতি সে বাড়িতে ফিরে আসলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। একই রাতে উপজেলার বাগড়ি গ্রামে অভিযান চালিয়ে আফজাল হোসেন নামে এক মাদকসেবীকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর