পকেটের টাকা বাঁচিয়ে যাত্রীদের ইফতার করাচ্ছে ছাত্রলীগ

  • বিশেষ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৫, ২০১৮, ০৮:০৮ পিএম

ঢাকা: দেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে ঘিরে ভালো খবরের চেয়ে এখন নেতিবাচক খবরই বেশি। সেখানে গাইবান্ধার মতো একটি মফস্বল শহরে ছাত্রলীগ অনন্য দৃষ্টান্তই স্থাপন করেছে। তারা নিজেদের পকেটের টাকা বাঁচিয়ে প্রতিদিন রেল স্টেশনে অপেক্ষামান যাত্রীদের ইফতার করাচ্ছেন।
 
ইফতারের সময় গাইবান্ধা স্টেশনে অনেক যাত্রীই ট্রেনের অপেক্ষায় থাকেন। এসব যাত্রীদের জন্য প্রতিদিন ইফতারের ব্যবস্থা রেখেছে জেলার ছাত্রলীগের কর্মীরা।

গাইবান্ধা রেল স্টেশনে গিয়ে কথা হয় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোছাদ্দেক হোসেন মামুনের সঙ্গে। তিনি সোনালীনিউজকে বলেন,‘ আমরা প্রতিদিন স্টেশনে ট্রেন যাত্রীদের জন্য ইফতারের আয়োজন করছি। নিজেরাই পকেটের টাকা বাঁচিয়ে এটা করছি। অপেক্ষামান যাত্রী এবং ইফতারের সময় কোনো ট্রেন এলে আমরা যাত্রীদের ইফতার পৌঁছে দেয়ার ব্যবস্থা করি।’

রোজার শুরু থেকেই ছাত্রলীগের কর্মীরা স্টেশনে ইফতার আয়োজন করে আসছে। তাদের এই আয়োজন প্রশংসা কুড়ালেও এটাকে ধারাবাহিকভাবে চালিয়ে নিতে হিমশিম খাচ্ছেন। কারণ তাদেরকে কেউ পৃষ্ঠপোষকতা দিচ্ছে না। তাই মামুন বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন,‘ প্রতিদিনই আমাদের ইফতারে লোক সমাগম বাড়ছে। আমরা এখন এই খরচ চালাতে হিমশিম খাচ্ছি। সমাজের বিত্তবানরা একটু হাত বাড়ালে আমাদের জন্য কাজটা সহজ হয়।’

ছাত্রলীগের এমন উদ্যোগের প্রশংসা করলেন গাইবান্ধা রেল স্টেশনের মাষ্টার আবুল কাশেম। তিনি বলেন,‘ এটি ছাত্রলীগের অনন্য উদ্যোগ। আমরাও তাদের সঙ্গে ইফতার করি। আর ইফতারের সময় মাইক দিয়ে ঘোষণা করে অপেক্ষামান যাত্রীদের ইফতার করতে বলা হয়।’

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম