ঝালকাঠিতে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৪, ২০১৮, ০৫:০১ পিএম

ঝালকাঠি : পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠানসমূহের নিরাপদ লেনদেন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ জুন) সকালে ঝালকাঠি পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বিভিন্ন ব্যাংকের শাখা ব্যাস্থাপক ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সভায় পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, মার্কেন্টাইল ব্যাংকের শাখা ব্যাস্থাপক আল মামুনুর রশিদ, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আরিফ মাহামুদ, অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সৈয়দ হাফিজুর রহমান প্রমুখ।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গির আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহামুদ হাসান, সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের মিয়া।

সভায় পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ উল ফিতরে সার্বিক নিরাপত্তা ও পারিপার্শ্বিক পরিবেশ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর