ফুলবাড়ী পৌরসভার ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

  • ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১২, ২০১৮, ০৪:২২ পিএম

দিনাজপুর : জেলার ফুলবাড়ী পৌরসভার নতুন কোনো করারোপ ছাড়াই ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য ৪৭ কোটি ৯৯ লাখ ১৪ হাজার ৯২৯ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মুরতুজা সরকার মানিক। মঙ্গলবার (১২ মে) বেলা আড়াইটায় পৌরসভা মিলায়নতনে সুধী সমাজের প্রতিনিধি ও পৌরবাসীর সম্মুখে এই বাজেট ঘোষণা করা হয়।

৪৭ কোটি ৯৯ লাখ ১৪ হাজার ৯২৯ টাকার বাজেটের মধ্যে নিজস্ব রাজস্ব আয় নির্ধারণ করা হয়েছে ৬ কোটি ৮৯ লাখ ৫৭ হাজার ৩৬৭ টাকা। সরকারি অনুদান উন্নয়ন খাতে আয় নির্ধারণ করা হয়েছে ৪০ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকা।

বাজেট ঘোষণা উপলক্ষে পৌর মিলনাতয়নে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। নাগরিক সভায় পৌর মেয়র মুরতুজা সরকার মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর সচিব মাহাবুবুর রহমান, পৌর প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী, প্রসাশনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, হিসাব রক্ষক জেবুন নেছা, প্যানেল মেয়র মামুনুর রশীদ চৌধুরী, পৌর কাউন্সিলর আব্দুস জব্বার মাসুদ, মোতাহার হোসেন, গোলাফ্ফর হোসেন, হারান দত্ত, সৈয়দ আবু ফরহাদ বাবু প্রমুখ।

বাজেট অনুষ্ঠানে মেয়র মুরতুজা সরকার মানিক বলেন, নতুন কোনো করারোপ ছাড়াই এ বাজেটে রাস্তাঘাট, ড্রেন, পানি ও বিদ্যুৎ লাইন এবং নগর অবকাঠামো নির্মাণসহ নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন কাজে অধিক গুরুত্ব দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, পৌর শহরে বসবাবাসরত প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও গরীব অসহায় মেয়েদের বাল্যবিবাহ বন্ধে আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থা এই বাজেটে রাখা হয়েছে। এ সময় পৌর এলাকার বিভিন্ন স্তরের জনগণ রাজনৈতিক ও সামাজিক পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর