খেলতে গিয়ে ৩ শিশুর মৃত্যু

  • কক্সবাজার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৯, ২০১৮, ০৮:১৮ পিএম
প্রতীকী ছবি

কক্সবাজার: জেলার উখিয়া উপজেলায় খেলতে গিয়ে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ জুন) রাত ৯টার দিকে উপজেলার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- চাকবৈঠা গ্রামের আবদুল কাদেরের দুই মেয়ে সাফা (৭) ও মারওয়া (৯) এবং আবদুল কাদেরের ভাই আবু ছিদ্দিকের ছেলে ফাহিম (৮)। তারা চাকবৈঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

আবদুল কাদের বলেন, ঈদ উপলক্ষে রাতের বেলায় বাড়িতে মেহমান আসেন। তাদের সঙ্গে আসা শিশুদের নিয়ে বাড়ির মাঠে খেলছিল সাফা, মারওয়া ও ফাহিম। দৌড়াদৌড়ির এক ফাঁকে মারওয়া, সাফা ও ফাহিম মাঠের পাশে পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর তিন শিশুকে পুকুরে মৃত অবস্থায় পাওয়া যায়।

রত্নাপালং ইউপি চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খেলতে গিয়ে চাকবৈঠা গ্রামের তিন শিশু পুকুরে ডুবে মারা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোনালীনিউজ/এমএইচএম