বাস পুকুরে, ঝরল ৪ প্রাণ

  • চট্টগ্রাম ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২২, ২০১৮, ০৮:৩১ পিএম

চট্টগ্রাম: রাউজনে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে ৪ যাত্রীর নিহত হয়েছে। এতে আহত কমপক্ষে ১০ জন।

শুক্রবার (২২ জুন) বিকেলে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাউজান পৌরসভার ফরেস্ট স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রামের রাঙ্গুনিয়া গাবতল হাতিম নগরের আবু হাশেম ছেলে রিপন (১৪) একই উপজেলার দামের হাট সোনারগাঁ আহমেদের ছেলে মোহাম্মদ সুমন (২৬) একই গ্রামের বখতিয়ারের ছেলে রায়হান (২৫), সাতকানিয়া উপজেলার নলুয়া বানুমালি চৌধুরী রাখাল চৌধুরানী ছেলে সুমন চৌধুরী। তবে নিহতের সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, রাঙামাটি থেকে ছেড়ে যাওয়া একটি বাস ফরেস্ট স্টেশনের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। একটি আবাসিক প্রকল্পের পক্ষ থেকে রাস্তার পাশে পুকুরটি কাটানো হয়েছে। বাসটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কয়েকটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। পরে গাছ ভেঙে বাসটি পানির ভেতরে পড়ে যায়। এ সময় অনেকে বাসের ভেতর থেকে নিজেরাই বের হয়ে এসেছেন। এলাকাবাসীও উদ্ধার কাজে অংশ নেয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মুহাম্মদ রেজাউল মাসুদ বলেন, রাঙামাটি থেকে ছেড়ে আসে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। পরে বাসের ভেতর থেকে কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত আরো ১০ জন।

সোনালীনিউজ/এমএইচএম